নাম- রুবী, বয়স আনুমানিক ৪০। বিভিন্ন জনকে প্রেমের ফাদে ফেলে বিয়ে করে অর্থ আত্বসাত করে অন্যত্র চলে যাওয়াই রুবীর রমরমা ব্যবসা।
রুবীর টাঙ্গাইল পৌরসভার বোয়ালী (মাঝিপাড়া এলাকার বাসিন্দা)। তিনি ইতিমধ্যেই বিভিন্ন জনের সাথে সংসারের ফাদ পেতে অর্থ লুটে অন্যত্র পাড়ি জমিয়েছেন।
রুবীর স্থায়ী ঠিকানা টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার ঘুনীকিশোর।